বাংলা ভাষায় আর্টিকেল লিখার নিয়ম
বাংলা ভাষায় আর্টিকেল লিখার জন্য আগে আমাদের জানতে হবে আর্টিকেল রাইটিং কি ।
বাংলায় একটি ভালো মানের আর্টিকেল লিখতে গেলে প্রথমেই একটি নির্দিষ্ট
বিষয় বা টপিক নির্বাচন করতে হবে । টপিক এমন হতে হবে যা পাঠকের আগ্রহ বাড়াবে
। যার উপর আপনি কিছুটা হলেও জানেন বা গবেষণা করতে পারেন । একটি নির্দিষ্ট বিষয়
নির্ধারণের পর , একটি নির্দিষ্ট রূপরেখা বা আউটলাইন তৈরি করুন । প্রথম পারাগ্রাফ
এ বিষয় টি পাঠকের সামনে তুলে ধরুন। এটি এমনভাবে লিখুন যাতে পাঠক পুরো আর্টিকেল
পড়তে আগ্রহি হয় ।
আর্টিকেল কি ঃ
আর্টিকেল হচ্ছে একটি লিখা বা রচনাধর্মী প্রকাশনা , যা কোন নির্দিষ্ট বিষয় নিয়ে
তথ্য , বিশ্লেষণ বা মতামত উপস্থাপন করে । একটি আর্টিকেল সবসময় একটি নির্দিষ্ট
বিষয় এ লিখা হয় । এতে তথ্য উপাত্ত ও যুক্তির মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয় ।
আর্টিকেল সবসময় সহজ ভাষায় লিখা উচিত যাতে পাঠক সহজে বুঝতে পারে ।আর্টিকেল বিভিন্ন
ধরনের হতে পারে যেমন তথ্য ভিত্তিক, মতামত ভিত্তিক ,বিনোদন মূলক । আর্টিকেল হোল
জ্ঞানচর্চা , মত প্রকাশ এবং পাঠকের সাথে ভাবনার আদান-প্রদানের একটি মাধ্যম । এটি
যদি সঠিক নিয়ম মেনে লিখা হয় , তবে তা মানুষের দৃষ্টি ভঙ্গি বদলাতে সক্ষম ।
নীচে বাংলা আর্টিকেল লিখার কিছু নিয়ম দেওয়া হলো ।
পেজ সূচিপত্র ঃ বাংলা ভাষায় আর্টিকেল লিখার নিয়ম
- ফোকাস কিওয়ার্ড নির্বাচন
- আকর্ষণীয় টাইটেল নির্বাচন
- লিখাগুলো প্যারাগ্রাফ আকারে লিখা
- দরকারী তথ্য তুলে ধরা
- ফিচার ইমেজ ব্যাবহার করা
- বুলেট ও নাম্বার পয়েন্ট ব্যাবহার করা
- দ্বিধা মুক্ত ভাষা ব্যাবহার করা
- কপিরাইট এড়িয়ে চলা
- আর্টিকেল ফরম্যাটিং করা
ফোকাস কিওয়ার্ড নির্বাচন ঃ
ফোকাস কিওয়ার্ড হলো সেই নির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছ যেটি আপনি চান , অন্য কেউ
সার্চ ইঞ্জিনে খুজলে মানুষ খুজে পায় । সার্চ ইঞ্জিন আপনার কনটেন্ট কোন
বিষয়ে তা বুঝতে ফোকাস কিওয়ার্ডকে প্রাধান্য
দেয় । সঠিকভাবে ব্যবহৃত কিওয়ার্ড কন্টেন্টকে গুগলে রেঙ্ক করতে সাহায্য করে ।
আপনি যাদের জন্য লিখছেন , তারা ঠিক সেই বিষয়েই গুগলে খোঁজ করে - ফোকাস কিওয়ার্ড
তাদের সেই পথে নিয়ে আসে ।
আকর্ষণীয় টাইটেল নির্বাচন ঃ
আকর্ষণীয় টাইটেল নির্বাচন একটি সফল ব্লগ বা আর্টিকেলের গুরুত্বপূর্ণ অংশগুলোর
একটি । কারন পাঠক প্রথমে যেটা দেখে সেটা হল শিরোনাম । তাই শিরোনাম এমন হতে হবে ,
যা দেখেই পাঠকের মনে হবেব ''এই লেখা আমাকে পড়তেই হবে !'' আকর্ষণীয় টাইটেল বা
শিরোনাম এমন একটি বাক্য যা পাঠকের কৌতূহল জাগায় । টাইটেল সবসময়য় সহজ স্পষ্ট
হতে হবে যাতে পাঠক সহজে বুঝতে পারে ।
লিখাগুলো প্যারাগ্রাফ আকারে লিখা ঃ
লিখা প্যারাগ্রাফ আকারে লিখা এবং উপস্থাপন করা খুবিই প্রয়োজন । কারণ এটি পাঠকের
জন্য লিখা পড়তে সহজ ও মনোযোগী করে তোলে । যখন কোন লিখা পরপর বাক্য দিয়ে দীর্ঘ
আকারে লেখা হয় , তখন তা অগোছালো এবং বিশৃঙ্খল মনে হয় ,ফলে পাঠকের
আগ্রহ হারিয়ে যেতে পারে । অন্যদিকে প্যারাগ্রাফ লেখাকে ভাগ করে দেয় অর্থপূর্ণ
অংশে , যাতে প্রতি প্যারাগ্রাফ একটি নির্দিষ্ট ভাব বা বিষয় বহন করে । এতে পাঠক
সহজে বুঝতে পারে কোন অংশে কি বিষয়ে আলোচনা করা আছে । যেকোনো কন্টেন্ট
প্যারাগ্রাফ আকারে লিখার জন্য শৃঙ্খলা বজায় থাকে এবং পাঠকের উপর ইতিবাচক প্রভাব
পড়ে । তাছাড়া প্যারাগ্রাফ লেখার মাধ্যমে লেখক তার চিন্তা বা যুক্তিকে ধাপে
ধাপে তুলে ধরতে পারে , যা লেখার মান বিদ্ধি করে । প্যারাগ্রাফ আকারে লিখা শুধুই
সুন্দর না বরং এটি পাঠ যোগ্যতা ও বোধগম্যতা নিশ্চিত করার একটি
গুরুত্বপূর্ণ উপায় ।
দরকারি তথ্য তুলে ধরা ঃ
একটি ভালো লেখার অন্যতম বৈশিষ্ট্য হল , তাতে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে তুলে ধরা
। লেখায় দরকারি তথ্য তুলে ধরা পাঠকদের জন্য যেমন সহায়ক, তেমনি লেখার বিশ্বাস
যোগ্যতা ও মান বাড়ায় । যখন একজন লেখক তার বক্তব্যকে তথ্য ভিত্তিকভাবে উপস্থাপন
করেন , তখন পাঠক সেটা গুরুত্বের সাথে গ্রহন করে এবং লেখাটিকে বাস্তব
ও প্রাসঙ্গিক মনে করে । দরকারি তথ্য ছাড়া একটি লেখা আবেগ বা মতামতের উপর নির্ভরশীল
হয়ে পড়ে , যা পাঠকের মনে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি করে । তাই একটি
আর্টিকেল লিখার সময় অবশ্যই দরকারি তথ্য উপস্থাপন করতে হবে ।
ফিচার ইমেজ ব্যাবহার করা ঃ
ফিচার ইমেজ ব্যাবহারের গুরুত্ব একটি অনলাইন কনটেন্ট ব্লগের ক্ষেত্রে অপরিসীম
। এটি কন্টেন্টের চেহারা ও উপস্থাপনাকে আরও আকর্ষণীয় করে তোলে , যার ফলে পাঠকের
চোখে সেটি সহজে ধরা পড়ে । একটি ভালো মানের ফিচার ইমেজ কেবল লেখার সুন্দরর্য
, বাড়ায় না বরং পাঠকের মনে একটি নির্দিষ্ট বার্তা বা অনুভব বাড়িয়ে দেয় । অনেক সময়
মানুষ লেখার শিরোনামের আগে ছবির প্রতি আকৃষ্ট হয় । বিশেষ করে সোশ্যাল মিডিয়া
বা ব্লগে যখন কোন পোস্ট শেয়ার করা হয় , তখন ফিচার ইমেজই সেই কনটেন্টের ছাপ তৈরি
করে । তাই বলা যাই ফিচার ইমেজ কনটেন্টের সঙ্গে পূর্ণ ভূমিকা পালন করে ।
বুলেট ও নাম্বার পয়েন্ট ব্যাবহার করা ঃ
লিখিত কন্টেন্টে বুলেট ও নাম্বার পয়েন্ট ব্যাবহার করা খুবি গুরুত্ব পূর্ণ ।
কারণ এটি লিখাকে সাজানো সহজপাঠ্য ও মনোযোগ আকর্ষণকারী করে তোলে । অনেক সময় দীর্ঘ
লিখা পড়তে পাঠক আগ্রহী হয় না , কিন্তু যখন তথ্য গুলো পয়েন্ট আকারে উপস্থাপন
করা হয় , তখন তা সহজে চোখে পড়ে এবং বুঝতে ও সুবিধা হয় । নাম্বার পয়েন্ট সাধারণত
ধাপে ধাপে কিছু বোঝানোর জন্য উপযুক্ত । অন্যদিকে বুলেট পয়েন্ট ব্যাবহার করা
হয় একাধিক তথ্য একসাথে উপস্থাপন করতে । এতে পাঠক গুরুত্ব পূর্ণ বিষয়গুলো ঝটপট
বুঝে নিতে পারে । তাই আর্টিকেল লিখার সময় অবশ্যই নাম্বার ও বুলেট পয়েন্ট ব্যাবহার
করা উচিত ।
দ্বিধা মুক্ত ভাষা ব্যাবহার করা ঃ
একটি লিখাকে বোধগম্য , প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য করে তুলতে দিধা মুক্ত ভাষার
ব্যাবহার অত্যন্ত জরুরী ।দ্বিধা পূর্ণ ও অস্পষ্ট ভাষা পাঠকের মনে
বিভ্রান্তির তৈরি করে এবং লেখকের কথা সঠিকভাবে পৌছাতে পারে না । অন্যদিকে দিধা
মুক্ত ভাষা লেখার মধ্যে স্পষ্টতা , ও নির্ভরযোগ্যতা প্রকাশ করে , যা
পাঠকের বিশ্বাস অর্জনে সহায়ক হয় । বাংলা ভাষা ব্যাবহার করলে পাঠক সহজে লেখকের
বক্তব্য বুঝতে পারে । তাই বলা যাই ভাষা সবসময়য় সহজ ও দিধা মুক্ত ব্যাবহার করা
উচিত ।
কপিরাইট এড়িয়ে চলা ঃ
কপিরাইট আইন মেনে চলা আধুনিক যুগে অত্যন্ত গুরুত্ব পূর্ণ ।বিশেষ করে যারা কনটেন্ট
লিখালিখির কাজ করে । কেউ যদি অন্য কারো লিখা তার অনুমতি ছাড়া কপি করে তাহলে
তার প্রফাইল গুগল লক করে দিতে পারে । তাই কনটেন্ট সব সময় নিজের মত করে লিখা উচিত।
আর্টিকেল ফরম্যাটিং করা ঃ
একটি আর্টিকেলকে প্রভাবশালী ও পাঠক বান্ধব করে তোলার জন্য সঠিক ফরম্যাটিং অত্যন্ত
গুরুত্ব পূর্ণ । শুধু ভালো কনটেন্ট লিখলেই হবে না , সেটিকে
কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেটাও সমান গুরুত্ব রাখে । ফরম্যাটিং এর মাধ্যমে
লিখা গোছানো ও পড়তে সহজ হয় , ফলে পাঠক দীর্ঘ সময় ধরে মনোযোগ ধরে রাখতে পারে ।
হেডিং, সাব হেডিং , পারাগ্রাফ ডিজাইন , বুলেট ও নাম্বার পয়েন্ট এই উপাদান গুলো
কনটেন্ট কে আরামে পড়ার উপযোগী করে তোলে ।একটি সুন্দর ফরম্যাটিং করা আর্টিকেল
গুগলের চোখেও বিশ্বাস যোগ্যতা ও প্রফেশনাল মান বাড়িয়ে দেয় । তাই বলা যাই আর্টিকেল
লিখার পাশাপাশি ফরম্যাটিং করা লেখার সুন্দরর্য ,কার্যকারিতা এবং প্রভাব
বিদ্ধি করে ।
বাংলায় আর্টিকেল লিখার নিয়ম সমূহ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে অবশ্যই নীচে কমেন্ট
করবেন । আর এমন ধরনের গুরুত্ব পূর্ণ বিষয় গুলো জানতে অবশ্যই
আমাদের পাশে থাকবেন । ধন্যবাদ , ভালো থাকুন সুস্থ্য থাকুন ।
মুক্তা আইটিনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url