ইন্সট্রাগ্রাম ক্র্যাশ করছে - ৮টি টিপসে মিলবে সমাধান
বর্তমানে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন ইনস্টাগ্রাম ক্র্যাশ করছে,
ইন্সট্রাগ্রাম অ্যাপটি বন্ধ হয়ে যাচ্ছে, কল করতে গিয়ে থেমে যাচ্ছে, কিংবা একদমই
খুলছে না। এই সমস্যাটি শুধু বিরক্তিকর নয় অনেক সময় ব্যক্তিগত বা ব্যবসায়িক
কাজেও বাধা সৃষ্টি করে। আপনি সহজেই কিছু কাজ করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে
পারেন।
বর্তমানে ইনস্টাগ্রাম আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে।
বন্ধুদের সাথে যোগাযোগ, ছবি শেয়ার করা, কিংবা ব্যবসা প্রচার সবকিছুতেই এটি
ব্যবহৃত হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায় হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দেয় বা
এটি ক্রাশ করে যায়। আজকের এই লেখায় আমরা জানবো ইনস্টাগ্রাম ক্র্যাশ করার কিছু
সাধারণ কারণ এবং তার কার্যকর সমাধান।
পেজ সুচিপত্রঃ ইন্সট্রাগ্রাম ক্র্যাশ করছে সমস্যা ও সমাধান করার উপায়
- ইন্সট্রাগ্রাম ক্র্যাশ করছে সমস্যা ও সমাধান করার উপায়
- ইন্সট্রাগ্রাম ক্র্যাশ ক্লিয়ার করার সহজ উপায়
- ইন্সট্রাগ্রাম বন্ধ হয়ে যাচ্ছে কি করবেন
- ইন্সট্রাগ্রাম ক্র্যাশ করার কয়েকটি কারণ
- ইন্টারনেট কানেকশন ঠিক আছে কি চেক করুন
- ইন্সট্রাগ্রাম আপডেট আছে কিনা চেক করুন
- ইন্সট্রাগ্রাম ডাউন আছে কি করবেন
- স্টোরি বা ছবি আপলোড করার সময় ক্র্যাশ করে
- ইন্সট্রাগ্রাম হ্যাংকরছে তার সমাধান
- লেখকের শেষ কথাঃ ইন্সট্রাগ্রাম ক্র্যাশ করছে সমস্যা ও সমাধান করার উপায়
ইন্সট্রাগ্রাম ক্র্যাশ করছে সমস্যা ও সমাধান করার উপায়
ইন্সট্রাগ্রাম ক্র্যাশ করছে সমস্যা ও সমাধান করার উপায় রয়েছে। বাংলাদেশে বর্তমানে ইন্সট্রাগ্রাম ক্র্যাশ
একটি সাধারণ সমস্যা। এটি বিভিন্ন কারণে হতে পারে যেমন ডিভাইসের সমস্যা,
ইন্টারনেট কানেকশনের অস্বাভাবিকতা,ফোনের ক্যাশ মেমোরি ফুল হয়ে যাওয়া, অ্যাপের
সিকিউরিটি ফিচার বা পারমিশন সমস্যা, অ্যাপের ভার্সন বা ফোনের অপারেটিং
সিস্টেমের সমস্যা, ফোনের র্যাম কম হওয়া, অ্যাপের সার্ভার সমস্যা ইত্যাদি।
আপনি আপনার ফোনে ইনস্টাগ্রাম ক্র্যাশ কেন হচ্ছে এই সমস্যা কিংবা এ বিষয়টা
নিয়ে দুশ্চিন্তায় আছেন। আবার শুধু আপডেট এর কারনে নয় ফোনের বিভিন্ন সমস্যার
কারণে ও ইনস্টাগ্রাম কাজ করেনা। আজকে ইনস্টাগ্রাম ক্রাশ সমাধান নিয়ে বিস্তারিত
আলোচনা করব। প্রথমে আমি বলব আপনি আপনার ইন্সট্রাগ্রাম অ্যাপটি ইন্সটল
করুন, আপডেট করুন অথবা সম্পূর্ণভাবে বন্ধ করে আবার চালু করুন। এটা অনেক
সময় সমস্যার সমাধান করে।কখনো কখনো ফোনের ক্যাশ মেমোরি পূর্ণ হলেও
ইন্সট্রাগ্রাম ক্র্যাশ হতে পারে।
ইন্সট্রাগ্রামের ক্যাশ ফাইল ক্লিয়ার করুন। ফোনের স্টোরেজ ফাইল পূর্ণ হলে অনেক
সময় কাজ করে না। তাই ফোনের স্টোর খালি রাখুন। ইন্টারনেট সংযোগ দুর্বল হলে
আপলোডে সমস্যা হতে পারে। অ্যাপের ফাইল তাই ডাউনলোড করার সময় ইন্টারনেট
কানেকশন চেক করুন অয়াইফাই বা মোবাইল ডাটা কানেকশন চালু করুন ভুল নেটওয়ার্কের
কারণে সমস্যা হতে পারে। ডিভাইসের সেভ মোড চালু করুন কিছু ডিভাইসের সেভ মুড চালু
করলে সমস্যার সমাধান করতে সাহায্য করে। এই সমাধান গুলা আপনি অনুসরন করলে
ইন্সট্রাগ্রাম ক্রাশ সমস্যা সমাধান হবে।
ইন্সট্রাগ্রাম ক্র্যাশ ক্লিয়ার করার সহজ উপায়
বর্তমানে ইনস্টাগ্রাম শুধু একটি ছবি বা ভিডিও শেয়ারের মাধ্যম নয় এটি একটি
ব্যক্তিগত ও বিশ্বের সাথে সংযোগ রাখার অন্যতম প্লাটফর্ম। কিন্তু যখন
ইন্সট্রাগ্রাম বারবার ক্র্যাশ করে বা খুলতেই চায় না তখন এটি খুবই
বিরক্তকর হয়ে ওঠে। অনেকে ভাবেন সমস্যাটি হয়তো শুধু তার ফোনে হচ্ছে কিন্তু
আসলে এটি একটি সাধারন সমস্যা। সৌভাগ্যবশত এই সমস্যার বেশ কিছু সহজ সমাধান ও
রয়েছে তা নিচে বলা হল।
প্রথম এবং সবচেয়ে সহজ উপায় হলো আপনার ফোনটি একবার রিস্টার্ট করে নিন। অনেক
সময় ফোনের র্যাম বেশি ব্যবহার হলে অ্যাপ ঠিকমতো কাজ করে না। রিস্টার্ট দিলে র্যাম
ক্লিয়ার হয়ে যায় এবং ইনস্টাগ্রাম আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারে। পুরনো
ভার্সনের ইনস্টাগ্রাম অনেক সময় নতুন ফিচারের সাথে সংঘর্ষ রাখতে ব্যর্থ হয় ফলে অ্যাপ ক্রাশ করতে পারে। গুগল প্লে স্টোরে গিয়ে দেখে নিন কোন আপডেট আছে কিনা।
যদি থাকে তাহলে অবিলম্বে আপডেট করে নিন।
আপনি আপনার ইনস্টাগ্রাম আপডেট করার জন্য আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ইনস্টাগ্রাম অ্যাপ। তাহলে আপনার সামনে আপনার ফোনে ইনস্টল হওয়া অ্যাপটি শো করবে। ওখানে
ক্লিক করলে ওখানে লেখা থাকবে আপডেট আপনি শুধু ইনস্টাগ্রাম অ্যাপটি আপডেট করে নেবেন। আপডেট হয়ে গেলে আপনি যেভাবে ইনস্টাগ্রাম অ্যাপ লগইন করেছেন সেভাবে আপনি আপনার ফোনে পুনরায় লগইন করুন। তাহলে দেখবেন
আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি ক্রাশ হচ্ছে না।
উপরের সেকশন অনুযায়ী কাজ করার পরেও যদি আপনার ইনস্টাগ্রাম আবারও ক্রাশ করে তাহলে আপনি আবারো একই উপায় বা পদ্ধতি অবলম্বন করতে
পারেন। অ্যাপ ব্যবহারের সময় কিছু অস্থায়ী ফাইল জমা হয় যেগুলো ক্যাশ ফাইল নামে
পরিচিত। এগুলো অনেক সময় অ্যাপের সমস্যার কারণ হয়। তাই আপনি আপনার সেটিং এ
গিয়ে ফাইল গুলো মুছে দিন, প্রয়োজনে ক্লিয়ার ডাটা অপশন ব্যবহার করতে
পারেন।
ইন্সট্রাগ্রাম বন্ধ হয়ে যাচ্ছে কি করবেন
বর্তমান যুগে ইনস্টাগ্রাম কেবল ছবি বা ভিডিও শেয়ার করার অ্যাপ নয়। এটি
আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে অনেকে এটি ব্যবহার করেন
ব্যবসার প্রচারে, অনলাইন ব্র্যান্ড গঠনে বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে।
কিন্তু যখন ইনস্টাগ্রাম বারবার বন্ধ হয়ে যায় বা হঠাৎ ক্রাশ করে তখন তা বেশি বিরক্তিকর। আপনি যদি
এই সমস্যাটার সম্মুখীন হন তাহলে চিন্তার কিছু নেই। নিচে কিছু পদক্ষেপ রয়েছে
যা অনুসরন করলে আপনিও সমস্যার সমাধান পেতে পারেন। এ লেখায় আমরা জানব
কেন ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যায় এবং আপনি কিভাবে সহজে তা ঠিক করতে পারেন।
অনেক সময় ইনস্টাগ্রাম এর কোন নতুন আপডেটে বাগ থাকতে পারে যা অ্যাপ হঠাৎ বন্ধ হয়ে যায়
যাওয়ার কারণ হয়।। আপনার ফোনে যদি র্যাম না থাকে স্টোরেজ প্রায় শূন্য হয়ে থাকে তাহলে এটা ঠিকভাবে কাজ করতে
পারে না। আপনি যদি অনেকদিন ধরে অ্যাপ আপডেট না করে থাকেন তাহলে এটা নতুন সিস্টেম বা ফিচারের সঙ্গে সংগতি
হারিয়ে ফেলে। ফোনের অপারেটিং সিস্টেমের সমস্যা থাকলেও অ্যাপ হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে।
উপরের সমস্যাগুলোর সমাধান করার জন্য সবার আগে যাচাই করুন ইনস্টাগ্রাম বা প্লেস্টোরে আপডেট এসেছে কিনা যদি আসে তাহলে আপডেট করে নিন। নতুন ভার্সনের সাধারণত
পুরনো বাগগুলো ফিক্স করা থাকে। ওয়াইফাই ব্যবহার করলে একবার মোবাইল ডাটা
ব্যাবহার করে দেখুন। যদি সমস্যাটি অব্যাহত থাকে তাহলে ইনস্টাগ্রাম আনইনস্টল করে আবার ইনস্টল করুন। এতে অ্যাপের পুরনো সমস্যা দূর হয়। অনেকেই
ফোনের সফটওয়্যার আপডেট করা থেকে এড়িয়ে চলেন অথচ অনেক সময় ফোনের অপারেটিং
সিস্টেম ফুল হলে নতুন অ্যাপ কাজ করে না। তাই সেটিং এ গিয়ে সফটওয়্যার
আপডেট থাকলে সেটা ইন্সটল করুন।
একসাথে অনেকগুলো অ্যাপ খোলা থাকলে ফোনের র্যামের উপর চাপ পড়ে ইনস্টাগ্রাম হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে এমন হলে অন্য অ্যাপ গুলো বন্ধ করে দিয়ে
ইনস্টাগ্রাম চালান। ইনস্টাগ্রাম যেন স্টোরেজ, ক্যামেরা, মাইক্রোফোন ইত্যাদি
ব্যবহার করতে পারে তা নিশ্চিত করতে সেটিং-এ গিয়ে অ্যাপস তারপর ইনস্টাগ্রাম
পার্মিশনে যে প্রয়োজনীয় পারমিশন গুলো আছে তা অন করুন। আপনি যদি ফোনে ভিপিএন
ব্যবহার করে থাকেন তাহলে বন্ধ করে দিন। কিছু সময় ভিপিএন প্রোগ্রামের কানেকশন
ব্লক করে দেয়। অনেক সময় সমস্যা সার্ভার লেভেলে হয়ে থাকে। তাহলে সেটা আপনার
পক্ষে ঠিক করার উপায় নেই।ইনস্টাগ্রাম হঠাৎ বন্ধ হয়ে যাওয়া যতই বিরক্তকর হোক না আপনি নিজেই এই সমস্যার
সমাধান করতে পারবেন কোন টেকনিশিয়ান এর সাহায্য ছাড়া।
আরও পরুনঃ মোবাইল দিয়ে ঘরে বসে আয় করার উপায়
ইন্সট্রাগ্রাম ক্র্যাশ করার কয়েকটি কারণ
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম একটি অত্যন্ত জনপ্রিয় অ্যাপ। অনেকে ব্যবসা, মার্কেটের জন্য ব্যান্ডিং
এর জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন কিন্তু অনেক সময় দেখা যা ইনস্টাগ্রাম হঠাৎ করেই বন্ধ হয়ে যাচ্ছে বা ঠিকভাবে কাজ করছে না এই সমস্যাগুলো শুধু
কাজে বাধা হয়ে দাঁড়ায়। তাহলে চলুন জেনে নিই ইন্সট্রাগ্রাম ক্র্যাশ করার কিছু কারন।
- আপনি যদি বেশি পরিমাণে ভিডিও অথবা রিলস দেখেন তাহলে ইনস্টাগ্রাম ক্র্যাশ করতে পারে।
- আপনার আইডিতে অনেক বেশি পোস্ট বা ভিডিও আপলোড করা হলে ইনস্টাগ্রাম ক্র্যাশ করতে পারে।
- আপনি যদি ইনস্টাগ্রাম এ একই ভিডিও বারবার দেখেন তাহলে ইনস্টাগ্রাম ক্রাশ হতে পারে
- আপনি যদি ইনস্টাগ্রাম এ একই প্রোফাইল বারবার দেখেন তাহলে আপনআক ইনস্টাগ্রাম ক্র্যাশ হতে পারে।
- আপনি যদি ইনস্টাগ্রাম এ আপনার লোকেশন নতুন নতুন জায়গায় শেয়ার করেন সে ক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম ক্র্যাশ আসতে পারে।
আশাকরি ইনস্টাগ্রাম ক্রাশ সমস্যার সমাধান ইনস্টাগ্রাম ক্র্যাশ কি কারণে হয় সে
বিষয়ে আপনি ভালো করে বুঝতে পেরেছেন। যদি এই বিষয়গুলো আপনি ফলো করে চলতে পারেন
তাহলে আপনার ইনস্টাগ্রাম ক্রাশ করবে না। আর যদিও করে তাহলে ইনস্টাগ্রাম ক্র্যাশ
ক্লিয়ার করার উপায় সম্পর্কে আপনাদের জানা আছে।
ইন্টারনেট কানেকশন ঠিক আছে কি চেক করুন
বর্তমান সময়ে ইন্টারনেট আমাদের জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। অফিসের
কাজ হোক কিংবা অনলাইন ক্লাস, সামাজিক যোগাযোগ বা অনলাইন কেনাকাটা সবকিছুর
ভিত্তি এখন ইন্টারনেট। তাই হঠাৎ করে ইন্টারনেট কাজ না করলে তা হয়ে ওঠে
ভীষণ বিরক্তিকর। তবে কানেকশন ঠিক আছে কিনা ইন্টারনেট সংযোগে সমস্যা হলে কিভাবে
বুঝবেন সমস্যাটি কোথায় এবং কিভাবে চেক করবেন তা নিয়ে আমরা নিচে আলোচনা
করব।
ইন্টারনেট সমস্যা হলে প্রথম আপনার রাউটার বা মডেমটি দেখে নিন। অনেক সময় কিন্ত
বিদ্যুৎ চলে গেলে বা তার খুলে গেলে রাউটার বন্ধ হয়ে যায়। রাউটারে থাকা লাইট
গুলো দেখে বোঝা যায় ইন্টারনেট চলছে কিনা।
- অনেক সময় ডিভাইসের অস্থায়ী সমস্যার জন্য ইন্টারনেট চলতে পারে না মোবাইল বা কম্পিউটার রিস্টার্ট দিলে এই সমস্যা সমাধান হতে পারে। তার সঙ্গে ওয়াইফাই বন্ধ করে আবার চালু করে চেক করতে পারেন।
- যদি আপনার একটি ডিভাইসে ইন্টারনেট না চলে তবে অন্য কোন ডিভাইসে পরীক্ষা করে দেখুন। যদি অন্য ডিভাইসে ও ইন্টারনেট না চলে তাহলে সমস্যাটি রাউটার বা ইন্টারনেটের সংযোগে। আর যদি অন্য ডিভাইসে ইন্টারনেট চলে তাহলে সমস্যা আপনার নির্দিষ্ট ডিভাইসে।
- অনেক সময় নির্দিষ্ট ওয়েবসাইটে সমস্যা থাকে তাই থেকে ফেজবুক,ইউটিউব ওয়েবসাইট খুলে দেখুন যদি এগুলো চলে তাহলে ঠিক আছে শুধু ইন্সট্রাগ্রামে সমস্যা।
- আপনার ফোনটি একবার রিস্টার্ট দিন। এটি অনেক সময় ডিভাইসের সমস্যা সমাধান করে।
ইন্সট্রাগ্রাম হঠাৎ করে ক্রাশ করা সেটা হতাশার কারণ হতে পারে কিন্তু প্রতিটি
সমস্যার একটি সমাধান আছে। ইন্টারনেট সংযোগ ভালো না থাকলে ইনস্টাগ্রাম সঠিকভাবে
কাজ করে না এটা সবচেয়ে সাধারণ কারণ। তবে পাশাপাশি অ্যাপের আপডেট, ক্যাশ সমস্যা বা সার্ভার ডাউন থাকা এসব বিষয় মাথায় রাখতে হবে।
উপরের ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই বুঝতে পারবেন সমস্যা কোথায় এবং নিজের
মোবাইল থেকে তার সমাধান করতে পারবেন।
ইন্সট্রাগ্রাম আপডেট আছে কিনা চেক করুন
আপডেট আছে কিনা তা চেক করতে নিচের ধাপগুলো অনুসরন করুন। আপনি কোন প্লাটফর্ম
ব্যবহার করছেন তার ওপর নির্দেশনা দেওয়া হলো।
অ্যান্ড্রয়েড ফোনে
- গুগল প্লে স্টোর খুলুন উপরে সার্চ করে ওখানে লিখুন ইন্সট্রাগ্রাম।
- ইন্সট্রাগ্রাম অ্যাপে ক্লিক করুন।
- যদি সেখানে আপডেট বাটন দেখা যায় তাহলে বুঝবেন আপডেট আছে সে ক্ষেত্রে আপডেট চাপ দিয়ে আপডেট করুন।
- যদি এখন ওপেন বাটন দেখা যায় তাহলে আপনার অ্যাপটি সর্বশেষ ভার্সনে রয়েছে।
আইফোনে
- রিস্টার্ট করুন।
- প্লে স্টোর খুলুন ক্লিক করে লিখুন ইনস্টাগ্রাম।
- যদি আপডেট লেখা থাকে তাহলে আপডেট চাপ দিয়ে আপডেট করুন। আর যদি ওপেন লেখা থাকে তাহলে অ্যাপেটি আপডেটেড।
বিকল্প পদ্ধতি অ্যান্ড্রয়েড, আইফোনে দুটির জন্যই
প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর গিয়ে প্রোফাইল আইকন থেকে ম্যানেজ অ্যান্ড
ডিভাইস তারপর আপডেট তালিকায় ইন্সট্রাগ্রাম আছে কিনা চেক করে নিতে পারেন।
আরও পরুনঃ কোটি টাকা আয় করার উপায়
ইন্সট্রাগ্রাম ডাউন আছে কি করবেন
ইন্সট্রাগ্রাম ডাউন বর্তমানে একটি জনপ্রিয় সমস্যা। বর্তমানে প্রতিদিন কোটি
কোটি মানুষ ছবি, ভিডিও শেয়ার করে এই অ্যাপে। কিন্তু হঠাৎ করে যখন কাজ
করা বন্ধ করে দেয় তখন অনেকে দুশ্চিন্তা করেন আমার নেটের সমস্যা নাকি
ইন্সট্রাগ্রাম ডাউন। এই প্রবন্ধে আমরা জানবো ইন্সট্রাগ্রাম ডাউন আছে কিনা কেন
এমন হয় এবং আপনি তখন কি করতে পারেন।
- ডাউন মানে হল একটি বা এর কোন নির্দিষ্ট ফিচার যেমন নিউস ফিড, ম্যাসেজ, রিলস ইত্যাদি ঠিকমতো কাজ করছে না। এর কারণ হতে পারে ইনস্টাগ্রাম সার্ভারের সমস্যা। ইন্টারনেট সংযোগে ত্রুটি, অ্যাপের বাগ বা আপডেট সমস্যা ইত্যাদি।
- যদি ইনস্টাগ্রাম ছাড়া অন্য কোন অ্যাপ যেমন ইউটিউব, ফেসবুক, গুগল ঠিকমতো কাজ করে তাহলে আপনার ইন্টারনেট ঠিক আছে সমস্যা সম্ভবত ইন্সট্রাগ্রামে।
- ইন্সট্রাগ্রাম ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন অন্য ব্যবহারকারীরাও একই সমস্যা রিপোর্ট করছে কিনা যদি অনেক রিপোর্ট একসঙ্গে আসে তাহলে বুঝবেন সার্ভার ডাউন।
- অনেক সময় ইনস্টাগ্রাম ডাউন হলে ব্যবহারকারীরা হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম ডাউন হ্যাশট্যাগে টুইট করে। সার্চ করলে আপনি রিয়েল টাইমে বুঝতে পারবেন সমস্যা কতটা ব্যাপক।
- সাভার ডাউন হলে আপনার কিছুই করার থাকেনা টেকনিক্যাল টিম সমস্যাটি সমাধানে কাজ করে এবং সাধারণত কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে ঠিক করে দেয়।
- ইন্সট্রাগ্রাম বন্ধ করে আবার খুলে দেখুন অনেক সময় অ্যাপ হ্যাং করলে ঠিকমত কাজ করে না।
- প্লে স্টোর এ গিয়ে দেখুন নতুন আপডেট আসছে কিনা পুরানো ভার্সনে অনেক সময় কাজ নাও করতে পারে।
- আপনার ফোন রিস্টার্ট দিলে অনেক সময় টেম্পোরারি সমস্যাগুলো ঠিক হয়ে যায়।
স্টোরি বা ছবি আপলোড করার সময় ক্র্যাশ করে
যেখানে ছবি বা স্টোরি শেয়ার করা অনেকের জন্য দৈনন্দিন কাজের অংশ। হঠাৎ যখন
স্টোরি দিতে গিয়ে বা কোন ছবি পোস্ট করতে গিয়ে অ্যাপটি বন্ধ হয়ে যায় ক্রাশ
করে তখন সেটা অনেক হতাশার কারণ হতে পারে। এমনটা হলে বুঝে নিতে হবে সমস্যাটা
কোথায় এবং নিজেই কিছু সহজ পদক্ষেপ নিয়ে সমাধান করা ভালো।
অ্যাপ আপডেট না থাকার কারণে ইন্সট্রাগ্রাম বন্ধ হয়ে যেতে পারে। আপনি যদি একই
সঙ্গে অনেক গুলো ইন্সট্রাগ্রাম অ্যাপ ব্যাবহার করেন তাহলে ইন্সট্রাগ্রাম বন্ধ হয়ে যেতে পারে। ইন্সট্রাগ্রামে অশ্লীল ভিডিও
পোস্ট করলে ইন্সট্রাগ্রাম বন্ধ হয়ে যেতে পারে। সঠিক নিয়মে ইনস্টাগ্রাম না
চালালেও ইন্সট্রাগ্রাম বন্ধ হতে পারে।যদি ইনস্টাগ্রাম স্টোরি আপলোড করার সময়
কাজ করে না তাহলে সমস্যা টি মিডিয়া ফাইলের সাথে হতে পারে। যদি এটি একটি ভিডিও
হয় এবং এটি কিছু নতুন কোড কে ব্যবহার করে তাহলে ইন্সট্রাগ্রামের সাথে মিল রেখে
একটি কোড বসাতে হবে।
আরও পড়ুনঃ দ্রুত ওজন বৃদ্ধি করার উপায়
ইন্সট্রাগ্রাম হ্যাং করছে তার সমাধান
ইন্সট্রাগ্রাম হ্যাং অনেক
ব্যবহারকারীর জন্য একটি সাধারন এবং বিরক্তিকর সমস্যা। এর হঠাৎ বন্ধ হয়ে
যাওয়া, স্ক্রোল করতে গিয়ে ফ্রিজ হয়ে যাওয়া বা কোন ফিচার ঠিকভাবে কাজ না করা
এসব হ্যাং হওয়ার লক্ষণ।
- আপনার ফোনটি হ্যাং করার কারণ হতে পারে আপনার ফোনে যদি রাম কম হয়।
- ওল্ড ভার্সনের অ্যাপ ব্যবহার করলে বা একই সঙ্গে দুটি অ্যাপস এ কাজ করলে।
- আপনার ফোনে যদি অতিরিক্ত ক্র্যাশ জমা হয়ে থাকে তাহলে হ্যাং করে।
- আপনার ডিভাইসে একাধিক অ্যাপ ইন্সটল করা থাকলে ইন্সট্রাগ্রাম হ্যাং করে।
আশা করি বুঝতে পেরেছেন ইন্সট্রাগ্রাম কি কারণে হ্যাং করে। এখানে আমি কিছু বিষয় বললাম আরো অনেক কারণ আছে যেসব
কারনে ইন্সট্রাগ্রাম হ্যাং
করতে পারে। প্রথমত আপনার ফোনে যদি র্যাম কম হয় কিংবা আপনার ডিভাইস
অনুযায়ী র্যাম বেশি ব্যবহার করেন তাহলে আপনার ফোন হ্যাং করবে তাই প্রথমে
আপনার র্যাম ক্লিয়ার করে নেন। আপনার ফোনে যদি অনেকগুলো অতিরিক্ত ফাইল জামা
হয়ে থাকে তাহলে ইন্সট্রাগ্রাম হ্যাং করবে তাই আপনার অতীরিক্ত ফাইলগুলো ডিলিট করে দেন।
অনেক সময়
ইনস্টাগ্রামের ওল্ড ভার্সন ব্যবহার করলে ইনস্টাগ্রাম হ্যাং করে সেক্ষেত্রে
আপনার ফোনে ইন্সট্রাগ্রাম এ
কোন আবডেট আসে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে অ্যাপটি আপডেট করে নিন। আপনার ফোনে যদি একাধিক ইন্সট্রাগ্রাম ডাউনলোড করা থাকে
তাহলে হ্যাং করার সম্ভবনা রয়েছে।
শেষ কথাঃ ইন্সট্রাগ্রাম ক্র্যাশ করছে সমস্যা ও সমাধান করার উপায়
বর্তমান সময় ইনস্টাগ্রাম ক্র্যাশ করছে এটি একটি সাধারণ সমস্যা হয়ে
দাঁড়িয়েছে। আবার বর্তমান সময় ইনস্টাগ্রাম আমাদের অনেকে দৈনন্দিন অভ্যাসের ও
অংশ হয়ে গেছে। তাই যখন এটি হঠাৎ বন্ধ হয়ে যায় ছবি বা ভিডিও আপলোড করতে গিয়ে
বারবার কাজ করে না ক্র্যাশ করে তখন শুধু বিরক্তিকর নয় অনেক সময় অনেক
সমস্যা তৈরি করে। এই সমস্যার মূল কারণ হতে পারে ডিভাইসের, ওয়েবসাইটের ত্রুটি,
ইন্টারনেট কানেক্সন, সার্ভারের সমস্যা ইত্যাদি।
বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যা গুলোর সমাধান আপনি নিজেই করতে পারেন। ফোন
রিস্টার্ট দেওয়া, ক্যাশ ক্লিয়ার করা, অ্যাপ আপডেট করা, ইন্টারনেট ঠিক আছে
কিনা দেখা। এই কাজ গুলো করলে সাধারণত আবার ঠিকভাবে কাজ করতে শুরু করে।
প্রযুক্তি ব্যবহার করতে গেলে মাঝে মাঝে সাময়িক সমস্যা আসবে কিন্তু সঠিক সমাধান
জানা থাকলে আর হতাশার কারণ নয়। নিয়মিত অ্যাপ এবং সফটওয়্যার আপডেট খালি রাখা
এবং ভালো ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হবে এ সমস্যা সমাধানের সবচেয়ে ভালো
উপায়।
আজকের এই লেখায় আমি ইনস্টাগ্রাম কাজ করছে না ক্র্যাশ করছে এর কারণ এবং সমাধান
সম্পর্কে আলোচনা করেছি। তাই আপনি যদি এ ব্লগটি পড়ে উপকৃত হতে পারেন তাহলে
অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। যেন তাদের এই সমস্যার সমাধান হতে পারে। আর
অবশ্যই এই ওয়েবসাইটের সাথে থাকবেন পরবর্তী আপডেট পেতে। আমার লেখায় যদি আপনাদের
কোন প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভুল ত্রুটি
হলে ক্ষমা করবেন, ধন্যবাদ।
মুক্তা আইটিনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url